Tapobhumi Tapoboney by Ashis Kumar Chatterjee

Tapobhumi Tapoboney
by Ashis Kumar Chatterjee
Travelogue, Bengali
Hardbound, 320 Pages, 500 gms
About: Tapobhumi, Tapoboney, Shivlinga, Asis, Chatterjee, Smriti, Publishers, Tapobon
আজকাল বহু মানুষই ট্রেকিংয়ে যাচ্ছেন, তাই ট্রেকিং এমন কিছু অভিনব ব্যাপার নয়। অজস্র মানুষ গোমুখে গিয়ে ভাগীরথীর উৎস দেখে এসেছেন, তাই সেটাও বলার মতন ঘটনা কিছু নয়। অনেকেই গোমুখ ছাড়িয়ে তপোবন গেছেন, সেটাও ফলাও করে লেখার মত কিছু নয়।
তাহলে কেউ প্রশ্ন করতেই পারেন, তপোবন ট্রেকিং নিয়ে একটা আস্তো বই লেখাটা কেন? উত্তরটা হল, কেন নয়?
প্রথমতঃ, অনেকেরই সাধ আছে কিন্তু সাধ্য নেই। সেই ‘সাধ্যটা’ শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক বা অন্য কিছু হতে পারে। তাঁদের জন্য একটি অথেনটিক এক্সপেরিয়েন্স নিয়ে লেখা এই বইটি দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে।
দ্বিতীয়তঃ, যাঁরা অলরেডি ঘুরে এসেছেন, তাঁরা এই বইটি পড়ে মেমরি রিকল করে দৈনন্দিন জীবনের একঘেয়েমির হাত থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তির স্বাদ পেতে পারেন।
তৃতীয়তঃ, যাঁরা যাবেন, তাঁরা কী দেখতে পাবেন, তার একটা আগাম আভাষ পেতে পারেন।
এবং যাকে বলে ‘লাস্ট বাট নট দ্য লিস্ট’, এই বইটিতে এমন বহু অজানা বা স্বল্পজানা তথ্য দেওয়া আছে যেটা সাধারণ মানুষ, সে তাঁরা ট্রেকারই হোন বা নন-ট্রেকার, গোমুখ তপোবন দেখা হোক বা না দেখা, সবারই কাছে আকর্ষণীয় এবং চিন্তার খোরাক হতে বাধ্য।
আমি আমার পার্সপেকটিভ দিয়ে দেখেছি। সেটা হয়ত সবার সঙ্গে মিলবে না। কিন্তু যেটা মিলবে সেটা হল অ্যাডভেঞ্চারের স্পিরিট আর খোলা মনে সবকিছুকে দেখে হিমালয় তথা প্রকৃতিকে ভালোবাসা।
ধন্যবাদ।
সিয়াটল আশিস কুমার চট্টোপাধ্যায়
ফেব্রুয়ারি ২০১৮
Publications of Ashis Kumar Chatterjee:
Comments